চিন থেকে শুরু করে গোটা দুনিয়া জুড়েই দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। এখনো পর্যন্ত এই ভাইরাসে প্রাণ হারিয়েছে ৬০০-ও বেশি মানুষ। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেই, করোনা ভাইরাসের টিকা আবিষ্কারে বড় ধাপ পার করতে সক্ষম হলেন ভারতীয় ভাইরোলজিস্ট এসএস ভাষণ। অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনে (CSIRO) করোনা ভাইরাস তৈরি করেছেন গবেষকরা। তাঁদের নেতৃত্বে রয়েছেন ভারতীয় বৈজ্ঞানিক এসএস ভাসন। গতসপ্তাহে মানবদেহ থেকে সেটিকে আলাদা করেছেন গবেষকরা। প্রিক্লিনিকাল পরীক্ষার জন্য ভাইরাসটির বৃদ্ধির উপরে নজর রাখা হচ্ছে।