করোনা ভাইরাসের জেরে ভারতের ২১ দিনের লকডাউনে চলছে। মহামারীকে রুখতে কেউ যে একা নেই তা প্রমাণ করতে সম্প্রতি দেশবাসীকে বিদ্যুত্ বন্ধ রাখার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। ৫ তারিখ রবিবার রাতে নয় মিনিটের জন্য সবাই প্রদীপ জ্বালান। এই ছিল তাঁর অনুরোধ। মহামারী করোনাকে রুখতে এই একতার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশবাসী। তালিকায় ছিলেন বলিউডের সেলেবরাও। আর সেখানেই ফের বড়সড় ভুল। আবারও ভুলটা করলেন বিগ বি অমিতাভ বচ্চন। নাসার ওয়েবসাইটে দেখাচ্ছে আলোকময় ভারত। সেই ছবি শেয়ার করে বলিউড শাহেনশা লিখলেন, “বিশ্ব আমাদের দেখছে, আমরা একতাবদ্ধ।” পরে জানা গেল, তাঁর শেয়ার করা ওয়েবসাইটটি আসলে ভুয়ো। গত ২২ মার্চ দেশে জনতা কার্ফিউর আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় তাঁর ডাকে সাড়া দিয়ে করতালি থেকে শুরু করে সাধারণ মানুষ কাঁসর, ঘণ্টা, থালা, ঢাক ঢোল, এমনকী বাজি, বোমা ফাটাতেও দ্বিধা করেনি। সেসময়ও একটি ছবি শেয়ার করেন অমিতাভ। তাতে রেখা ছিল, করতালিতে করোনাভাইরাস মরবে। এমন ভুয়ো বার্তা শেয়ার বিড়ম্বনায় পড়ে যান এই অভিনেতা।



