দেশ

ভারতে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু

ভারতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল করোনা ভাইরাসে। কালবুর্গি জেলার ৭৬ বছরের এই বৃদ্ধ ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু খবরের সত্যতা স্বীকার করেছেন। হায়দরাবাদ বিমানবন্দরে পরীক্ষার সময় তাঁর দেহে করোনা ভাইরাস ধরা পড়েনি। ৫ মার্চ এক বেসরকারি হাসপাতালে করোনার যাবতীয় উপসর্গ নিয়ে ভর্তি হন। কিন্তু তিনদিন পর বাড়ির লোকেরা তাঁকে নিয়ে চলে যায়। সেখানেই রাত সাড়ে দশটায় তাঁর মৃত্যু হয়। হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কর্নাটকের স্বাস্থ্য দপ্তরের কমিশনার সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ভারতের মাটিতে এটি প্রথম করোনায় মৃত্যুর ঘটনা। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। জানা গিয়েছে, গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ফেরেন বৃদ্ধ। করোনায় আক্রান্তের লক্ষণ নিয়ে গত ৫ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত ব্যক্তি তেলঙ্গানার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।