হক জাফর ইমাম, মালদা: ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ডিপো ম্যানেজারের অপসারণের দাবিতে মালদার মঙ্গলবাড়ির সিকিউরিটি গার্ড ও ড্রাইভার খালাসীরা ডিপো গেটের সামনে দাঁড়িয়ে কর্মবিরতি পালন করল শনিবার। সেই সঙ্গে বিক্ষোভ প্রদর্শন করে তারা।জানা যায়, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে দীর্ঘদিন ধরে হুমায়ুন শেখ নামে এক ব্যক্তি যিনি প্রাক্তন সৈনিক তিনি দীর্ঘদিন ধরে এই ডিপোতে সিকিউরিটি গার্ডের কাজ করে আছেন। কিন্তু হঠাৎ করে গত ২৪ দিন আগে তাকে বসিয়ে দেওয়া হয়। এরপর টালবাহানা করতে থাকে, আজ না হয় কাল। তাকে আবার কাজে নিয়োগ করা হবে। কিন্তু কাজে নিয়োগ না করায় এদিন ডিপোর গেটের সামনে তালা লাগিয়ে কর্মবিরতি পালন করে সিকিউরিটি গার্ডরা এবং ড্রাইভার খালাসীরা।
কর্মবিরতিতে সামিল কর্মচারীদের অভিযোগ, লরির ড্রাইভার থেকে খালাসী এদেরকে ম্যানেজার গৌতম ভৌমিক মানুষ মনে করে না’ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে নিয়ম মাফিক গাড়ি লোডিং করাই না, এমনকি রবিবার ছুটির দিনেও কাজ করায়, এসব বিভিন্ন অভিযোগ তুলে তারা এদিন এই বিক্ষোভে সামিল হয়েছেন। ঐ বরখাস্ত হওয়া সিকিউরিটি গার্ডের কাজে পুনর্বহালের দাবির বিষয় নিয়ে ম্যানেজারকে বলতে গেলে তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং তার হয়ে অন্য সিকিউরিটি গার্ডরা সুপারিশ করতে গেলে তাদেরকেও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। তাই এদিন সকাল থেকেই এই ডিপোতে লোডিং বন্ধ করে চলছে কর্মবিরতি। তাদের দাবি হুমায়ুন শেখকে তার কাজে যতক্ষণ না পুনর্বহাল করছে কর্তৃপক্ষ, ততক্ষণ তারা এই কর্মবিরতি পালন করে যাবে।তাদের এই আন্দোলনের নেতৃত্ব দেয় বিজেপির শ্রমিক সংগঠনের জেলা সহ-সভাপতি অতুল সরকার। তিনিও দাবি করেন, যদি সিকিউরিটি গার্ডকে কর্তৃপক্ষ যদি পুনর্বহাল না করেন তবে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে তিনি হুংকার দেন এবং বর্তমান ডিপো ম্যানেজারের অপসারণের দাবি জানান।