ভাল আছেন অভিনেতা দীপঙ্কর দে। চিকিৎসকরা জানিয়েছেন, শনিবারই বিকেলে ক্রিটিকাল কেয়ার ইউনিট থেকে জেনারেল বেডে দেওয়া হবে অভিনেতাকে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়াও তাঁরা জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে দীপঙ্কর দে-কে। শুক্রবার সন্ধ্যায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। গুরুতর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন দীপঙ্কর দে। জানা যায়, সন্ধে নাগাদ বাড়িতেই শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাখা হয় অভিনেতাকে। শনিবার সকালে দীপঙ্কর দে-কে দেখেন হাসপাতালের তিনজন সিনিয়র চিকিৎসক। তারপরেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন বিকেলে তাঁকে জেনারেল বেডে শিফট করা হবে।


