স্ত্রীর জন্মদিনে ভিক্টোরিয়া বেড়াতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল দমদমের বাসিন্দা সুবীর পালের। বাজ পড়ে আহত দুই বাংলাদেশি নাগরিক-সহ ১৬ জন। দুপুর তখন প্রায় সাড়ে তিনটে। আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি। ভিক্টোরিয়া চত্বরে তখন বহু মানুষের ভিড়। স্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আড়াই বছরের ছেলেকে সঙ্গে নিয়ে ভিক্টোরিয়ায় এসেছিলেন দমদমের পাল দম্পতি। বৃষ্টিতে মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় ছোটাছুটি। কেউ কেউ দাঁড়িয়ে পড়েন মূল ফটকের সামনে গাছের নীচে। তখনই ঘটে যায় বিপত্তি। বাজ পড়ে আহত হন বছর চৌত্রিশের সুবীর পাল। এসএসকেএমে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু ততক্ষণে সব শেষ। ভিক্টোরিয়ায় দুই শিশুসন্তানকে নিয়ে বেড়াতে এসেছিলেন বাংলাদেশি দম্পতি। বাজ পড়ে এক শিশু ও মহিলা আহত হন। বজ্রপাতে আহত হয়েছেন আরও ১৪ জন। তাঁদের উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যান ভিক্টোরিয়ার নিরাপত্তারক্ষীরা। প্রাথমিক চিকিত্সার পর অবশ্য কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়।