পেটের ভাত জোগার করতে যে সব শ্রমিকরা ভিনরাজ্যে যান, লকডাউনের জেরে তাঁরা ঘরে ফিরতে পারছেন না, থাকা খাওয়ার রসদও শেষ। তাঁদের প্রতিকূল পরিস্থিতির কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে পিটিশন জমা করলেন দুই সমাজকর্মী। হর্ষ মান্দের ও অঞ্জলি ভরদ্বাজ নামে ওই দুই সমাজকর্মী সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন, কেন্দ্র যাতে পরিযায়ী শ্রমিকদের মৌলিক ন্যূনতম বেতন দেয়। এই পিটিশনের ভিত্তিতে শনিবার শীর্ষ আদালত কেন্দ্রকে নোটিস দিয়েছে। আবেদনকারীদের আইনজীবী বলেন, করোনা ঠেকাতে প্রধানমন্ত্রী লকডাউন জারি করেছেন। কিন্তু তিনি একবারও কাজের খোঁজে ভিন রাজ্যে যাওয়া শ্রমিকদের কথা ভাবেননি। অথচ লকডাউনের জেরে তাঁরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। ন্যূনতম খাওয়ার রসদটুকুও ফুরিয়ে গিয়েছে তাঁদের। পিটিশনে বলা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের বেঁচে থাকার মৌলিক অধিকার রক্ষার্থে তাঁদের ন্যূনতম বেতন দেওয়া হোক।