ফেসবুক, ট্যুইটার, টিক টক-সহ সব সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর রুখতে সরকারকে কড়া নির্দেশ
করোনা নিয়ে একের পর এক গুজব, ভুয়ো খবর রুখতে যতটা সম্ভব কড়া পদক্ষেপ করতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টর নির্দেশ, যারা ফেক খবর ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে অপরাধমূলক পদক্ষেপ করতে হবে৷ তাদের অপরাধী হিসেবে সাজা হবে৷ সুপ্রিম কোর্ট সরকারকে এ দিন নির্দেশ দেয়, হোয়াটসঅ্যাপ চ্যাটবক্সের কাজ দ্রুত করতে হবে৷ যাতে মানুষ করোনা নিয়ে ভুয়ো খবরে বিভ্রান্ত না হয়৷ সরকার জানায়, কাজ চলছে৷ খুব শীঘ্রই হয়ে যাবে৷ একই সঙ্গে সরকারকে দূরদর্শন সহ সব চ্যানেলে ও সাংবাদিক সম্মেলনকে মানুষকে সচেতন করার জন্যও নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত৷ সুপ্রিম কোর্ট জানায়, ফেসবুক, ট্যুইটার, টিক টক-সহ সব সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর রুখতে সরকারকে কড়া ব্যবস্থা নিতে হবে৷