করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। সাধারণ মানুষ গৃহবন্ধি। এই পরিস্থিতিতে পরিবার ও প্রিয়জনের খোঁজখবর নিতে হোয়াটসঅ্যাপের ব্যবহার বাড়িয়েছে মানুষ । শুধুমাত্র পরিবার-প্রিয়জনই নয়, চিকিৎসক থেকে শুরু করে শিক্ষক সবার সঙ্গেই এখন যোগাযোগ হচ্ছে হোয়াটসঅ্যাপে । একইসঙ্গে কোরোনা সংক্রান্ত অনেক ভুয়ো খবরও ছড়াচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে। এই ভুয়ো খবর ছড়ানো আটকাতে এবার মেসেজ ফরওয়ার্ডের ক্ষেত্রে সীমাবদ্ধতা চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ ।