হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ৷ স্টেশনে ঢোকার মুখেই সামনে একটি বড় অংশ ভেঙে পড়ে রাত সাড়ে ৮টা নাগাদ৷ বহু যাত্রী আটকে পড়েছেন স্টেশনের মধ্যে৷ আতঙ্কে কয়েক হাজার মানুষ ভিড় করেছেন ঘটনাস্থলে৷ এলাকা পুরো ঘিরে রেখেছে পুলিশ৷ হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, একজন আহত হয়েছেন৷ যদিও প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় স্টেশনে প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে স্টেশনে ঢোকার মুখে একেবারে সামনের অংশটিই ভেঙে পড়ায় স্টেশনে যাত্রীরা ঢুকতে পারছেন না। তাই বিকল্প ব্যবস্থা খোঁজার চেষ্টা করা হচ্ছে। এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি রেলের দমকল বাহিনী।