ঘুড়ি ওড়ানোর সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে এদিন মেদিনীপুরের একটি সংস্থার উদ্যোগে হল ঘুড়ি উৎসব। ঘুড়ি ওড়ানো ও ঘুড়ি উৎসবকে সামনে রেখে সেখানে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় এই বসে আঁকো প্রতিযোগিতার। এছাড়া মকর সংক্রান্তি উপলক্ষে মেদিনীপুর শহরের বিধাননগর মাঠে হল পিঠে মেলা। হরেক রকম পিঠের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। আছে বাবরশা মিষ্টি। এই মিষ্টি এই জেলার ক্ষীরপাই ছাড়া অন্য কোথাও তৈরি করা হয় না। সংক্রান্তির দিনে সকাল থেকে পিঠে মেলায় ভিড় জমিয়েছে আট থেকে আশি প্রায় সকলেই।