কলকাতা

‘মধ্যবিত্তের সঙ্গে তঞ্চকতা এই বাজেট’, কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনায় রাজ্যের অর্থমন্ত্রী

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ বাজেটে জীবনবীমা নিগমের বহু পরিমাণ অংশদারিত্ব বিক্রি করে দেওয়ার কথা জানিয়েছে মোদি সরকার। সেই দিকেই দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌ঐতিহ্যের সরকারি প্রতিষ্ঠানে আক্রমণ করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।’ এতে ক্রমশ নিরাপত্তা কমছে বলে মনে করছেন তিনি। তাঁর প্রশ্ন ‘এভাবেই কি একটা যুগ শেষ হয়ে যাবে?’‌ শুধু এলআইসি নয়, অন্যান্য সরকারি সংস্থা যেমন ভারতীয় রেল, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাগুলিকে বেসরকারিকরণের পরিকল্পনা করেছে সরকার।  এদিন বাজেটে বলা হয়েছে, জীবনবীমায় থাকা ভারত সরকারের শেয়ার বিক্রি করা হবে আইপিওর মাধ্যমে। এবারের বাজেটে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন এমন প্রস্তাবের কথা শোনালেন। কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, ‘‌মধ্যবিত্তের সঙ্গে তঞ্চকতা এই বাজেট। অর্থমন্ত্রী এক হাতে দিলেন আর এক হাতে কেড়ে নিলেন।’‌