বারাসাতঃ এদিন সংবিধান বিরোধী সিএএ এবং এনআরসি-র প্রতিবাদে বারাসাতে মহামিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর তিনি ২৪তম যাত্রা উৎসবের উদ্বোধন এবং উত্তর ২৪ পরগনা জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের শুভ শিলান্যাস, উদ্বোধন এবং পরিষেবা প্রদান অনুষ্ঠানে। এদিন মধ্যমগ্রাম থেকে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখানে কেউ কেউ ভুল বোঝাচ্ছে। আমরা এখানে সব কলোনিগুলো স্বীকৃত করে দিয়েছি। ধর্মীয় সংগঠনের নামে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। যারা এখানের নাগরিক তাদের আবার নতুন করে নাগরিক দেওয়া হবে এর মানে কি ? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে যারা আছে তারা সবাই নাগরিক। এন পি এর নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যমগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে অনেক কিছু যুক্ত করেছে। এতে মানুষের অনেক সমস্যা হবে। মা বাবার জন্মদিন দিতে হবে। কিন্তু সব মানুষ জানে না তাদের বাবা মার জন্মদিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই সব কিছু করে নাগরিক গণনার নাম করে মানুষকে ভুল বোঝাচ্ছে। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এই সব মেনে নেব না।