কলকাতা দেশ

মমতার অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের চিঠিতে সাড়া, এনআরসির বিরোধিতায় সমর্থনের হাত বাড়ালেন জগনমোহনও

অবিজেপি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া নাগরিকত্ব আইন বা এনআরসির বিরোধিতায় জোট বাঁধার বার্তা দিয়েছিলেন। মমতার সেই চিঠির পই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি সবার প্রথম সমর্থন বার্তা দিলেন। তিনি জানালেন, এনআরসির বিরোধিতায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে তিনি প্রস্তুত। এর ফলে জগনমোহনের সমর্থন বার্তাতে এনআরসি বিরোধী আন্দোলন দেশের বুকে আরও জোরদার রূপ নিতে চলেছে। ওয়াইএসআর কংগ্রেস পার্টির সুপ্রিমো জগনমোহন রে্ড্ডি সাফ জানিয়েছেন অন্ধ্রপ্রদেশ এনআরসি সমর্থন করে না। এনআরসির বিরোধিতায় তাঁরা জোট বেঁধে আন্দোলন চালাবেন।