আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক মহাকাশে ঘুরে বেড়ানো তিনটি ইউএফও বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট-এর ভিডিও প্রকাশ করেছে। গতকাল প্রকাশ করা হয়েছে এই ভিডিও। ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ২৭ এপ্রিল এই ভিডিও প্রকাশ করার পরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই তিনটি ভিডিও ২০০৪ ও ২০০৫ সালে মার্কিন নৌবাহিনীর পাইলটরা তুলেছিলেন। ২০০৭ সালে এই ভিডিও ইন্টারনেটে লিক হয়ে যায়। তারপর আবার ২০১৭ সালে তা লিক হয়। এই ভিডিওতে যে যানগুলিকে দেখা গিয়েছে সেগুলিকে ‘আনআইডেন্টিফায়েড’ বলেই জানিয়েছে পেন্টাগন। সোমবার প্রকাশ হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, স্ক্রিনের একদিক থেকে অন্যদিকে অপরিচিত কিছু যান চলাচল করছে। প্রচণ্ড দ্রুতগতিতে চলছে এই যান। রাতের অন্ধকারে ইনফ্রারেড ক্যামেরাতে ধরা পড়েছে এই যানগুলি। ভিডিও দেখার পরে নেটিজেনদের মধ্যে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদল মনে করছেন, এগুলি সত্যিই ভিনগ্রহ থেকে আসা প্রাণীদের যান। অন্যদলের মতে এগুলি ড্রোনের মতো কোনও বস্তু, যাকে রাতের অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। যদিও পেন্টাগনের তরফে এই ভিডিও সংক্রান্ত একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। পেন্টাগন জানিয়েছে, ‘খুব গভীরভাবে এই যানগুলিকে পর্যবেক্ষণ করার পরে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই ভিডিও প্রকাশ করা হয়েছে। পর্যবেক্ষণে বোঝা গিয়েছে অন্য কোনও দেশের তরফে আমেরিকার আকাশে কোনও যান পাঠানো হয়নি। তবে এটা কোথা থেকে এসেছে সে ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। তাই এই যানগুলিকে আনআইডেন্টিফায়েড এরিয়াল অবজেক্ট বলে উল্লেখ করা হয়েছে।’ এর আগেও ২০০৭ ও ২০১৭ সালে এই ভিডিও প্রকাশ হলেও মার্কিন প্রশাসনের তরফে তার যৌক্তিকতা স্বীকার করা হয়নি। কিন্তু এবার নিজেই সেই ভিডিও প্রকাশ করল পেন্টাগন।