দেশ

মহারাষ্ট্রের কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫

মহারাষ্ট্রে কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলকর্মীরা । তত্‍পরতার সঙ্গে চলছে উদ্ধারকাজ । মুম্বই থেকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে এই কেমিক্যাল কারখানা। আজ সন্ধে ৭টা ২০ মিনিটে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণস্থলের অন্তত ১৫ কিমি দূরে পর্যন্ত শব্দ শোনা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ।