দেশ

মহারাষ্ট্রের পালঘরে হিন্দু সন্ন্যাসী হত্যার ঘটনায় গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েত প্রধান সহ ১১০

মহারাষ্ট্রের পালঘর জেলায় দুই ধর্মগুরু এবং তাদের গাড়ি চালককে উন্মত্ত জনতার পিটিয়ে হত্যার ঘটনাকে সাম্প্রদায়িক রঙ দিতে বেপরােয়া হয়ে উঠেছে বিজেপি নেতারা। করােনা সংক্রমণ মহারাষ্ট্রে ভয়াবহ আকার নিয়েছে। পাশাপাশি লাখ লাখ পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় আটকে , তাঁদের খাবার জুটছে না। তা মােকাবিলায় কোনও দায়িত্ব না নিয়ে বিজেপি এই দুঃখজনক হত্যাকাণ্ড নিয়ে সাম্প্রদায়িকতা করতে নেমেছে বলে নিন্দার ঝড় উঠেছে। অভিযােগ , ধর্মগুরুদের হত্যার ঘটনায় ‘ মুসলিম যােগ’ খুঁজে না পেয়ে পরিকল্পিতভাবে সিপিএমকে আক্রমণ করা শুরু করেছে হিন্দুত্ববাদীরা, যেহেতু পালঘর জেলায় সিপিএম শক্তিশালী। যদিও যেখানে এই ঘটনা ঘটেছে সেখানের পঞ্চায়েত প্রধান বিজেপি-র। এই ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে , তারাও অনেকেই বিজেপি কর্মী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও স্পষ্ট জানিয়েছেন , গুজব থেকেই এই ঘটনা ঘটেছে । এরমধ্যে কোনও হিন্দু-মুসলিম বিষয় নেই। এই নিয়ে সাম্প্রদায়িক জিগির বন্ধ করার জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেও বলেছেন। তিনি জানিয়েছেন, অমিত শাহও তাঁকে বলেছেন, এরমধ্যে কোনও সাম্প্রদায়িক বিষয় নেই। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথকেও একই কথা জানিয়েছেন উদ্ধব মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সােমবার এক ভিডিও বার্তা দিয়ে ঘটনা সম্পর্কে তিনি যা জানিয়েছেন তাতে স্পষ্ট, লকডাউন ভেঙে ওই ধর্মগুরুরা গাড়ি ভাড়া করে যাচ্ছিলেন গুজরাটের সুরাতে। পালঘর জেলা থেকে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি হয়ে যেতে হয় গুজরাটে। রাতে তাঁদের দাদরা ও নগর হাভেলিতে আটকে দেয় কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, “ ওদের উচিত ছিল মহারাষ্ট্র সরকারের সঙ্গে আলােচনা করে দিনের বেলা ফেরত পাঠানাের।” সেটা না করে রাতেই এদের ফেরত পাঠায় দাদরা ও নগর হাভেলি। পালঘর থেকেও ১১০ কিমি দূরে গাডচিঞ্চাল এলাকায় কিছুদিন ধরেই ছেলেধরার গুজব চলছিল। তারপর লকডাউনের মধ্যে সব যখন বন্ধ তখন গভীর রাতে গাড়িতে করে এদের আসতে দেখে সন্দেহ আরও তীব্র হয় মানুষের। উন্মত্ত জনতা তাদের ঘিরে ধরে , বাঁচাতে গেলে পুলিশও আক্রান্ত হয়। উন্মত্ত জনতার হামলার মুখে পুলিশ পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে ধর্মগুরুরা সহ গাড়িচালকের মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ ৫জন মূল অভিযুক্ত সহ ১১০জনকে গ্রেপ্তার করেছে। দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ধৃতদের মধ্যে ৯জন নাবালক। ধৃতদের মধ্যে রয়েছেন ওই এলাকার পঞ্চায়েত প্রধান বিজেপি ’ র চিত্রা চৌধুরি ছাড়াও বিজেপি ’ র বেশ কয়েকজন কর্মী । সারা ভারত কিষান সভার সর্বভারতীয় সভাপতি অশােক ধাওলে এই তথ্য উল্লেখ করে বলেছেন , বিজেপি নেতা সম্বিত পাত্র , সুনীল দেওধররা শুধু সাম্প্রদায়িক করছে না , এই হত্যার ঘটনা নিয়ে সম্পূর্ণ মিথ্যাচারও করেছে । সিপিআই ( এম ) মহারাষ্ট্র রাজ্য কমিটি এই হত্যাকাণ্ডের কঠোর নিন্দা করে বলেছে , দশ বছর ধরে ওই পঞ্চায়েত বিজেপি জিতছে এবং চালাচ্ছে। ধৃতদের মধ্যে অনেকেই বিজেপি কর্মী। এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চেয়েছে সিপিআই ( এম ) রাজ্য কমিটি। রাজনৈতিক লাভের জন্যেই বিজেপি ঘটনার সাম্প্রদায়িকরণ করছে বলে অভিযােগ করেছেন কংগ্রেস নেতা শচীন সাওয়ন্ত।