মহারাষ্ট্রে সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি লাগু হবে না। বিজেপিকে কটাক্ষ করে শনিবার পরিষ্কার জানিয়ে দিলেন মারাঠা রাজনীতির ‘চাণক্য’ শরদ পাওয়ার। মোদী-শাহ জুটি বিশেষ উদ্দেশ্য নিয়ে নয়া আইন ও প্রস্তাবিত এনআরসি লাগু করতে মরিয়া বলে মনে করেন তিনি। তাঁর অভিযোগ, দেশের বেহাল অর্থনৈতিক অবস্থা থেকে দৃষ্টি ঘোরাতেই সিএএ ও এরআরসি প্রয়োগ করতে চাইছে কেন্দ্রীয় শাসক দল।

