দেশ

মহারাষ্ট্রে সরকার গড়তে মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা শিব সেনার

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে বিজেপি তাদের প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী পদ না দিলে এবার এনডিএ ত্যাগ করতেই পারে শিবসেনা। সোমবার সকালে সেই জল্পনা স্পষ্ট হয়ে গেল। কেন্দ্রীয় ভারীশিল্প মন্ত্রী ও শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্তের ইস্তফা এই জল্পনায় সিলমোহর দিয়েছে। সূত্রের খবর, সোমবার রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের কথা জানাতে পারে শিবসেনা। সরকার গঠন নিয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে শরদ পাওয়ারের ফোনে কথাও হয়েছে বলে সূত্রের খবর। এও জানা যাচ্ছে, সমর্থন দেওয়ার ব্যাপারে সহমত হয়েছেন শরদ পাওয়ার। বাইরে থেকে সমর্থন দেবে কংগ্রেস। এদিকে শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত টুইট করে তাঁর ইস্তফার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সত্যের সঙ্গে রয়েছে শিবসেনা। রাজ্যের এই পরিস্থিতিতে দিল্লিতে সরকারে থাকার কোনও অর্থ হয় না। তাই কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছি।’ মহারাষ্ট্রে শরদ পাওয়ারের এনসিপি শিবসেনার দিকে সরকার গঠনের হাত বাড়াতেই বিজেপির সঙ্গে প্রকাশ্যেই দূরত্ব বাড়াতে শুরু করে শিবসেনা। ঠাকরে পরিবারের তরফে আদিত্যকে মহারাষ্ট্রের তখতে বসাতে মরিয়া শিবসেনা এরপর থেকে মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য গেমপ্ল্যান স্থির করে ফেলে। প্রসঙ্গত, পাওয়ার গোষ্ঠীর শর্ত ছিল, শিবসেনা যদি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে,তাহলেই এই জোট সম্ভব হবে। আর এদিন খাতায় কলমে কার্যত শিবসেনা-বিজেপি জোট বিচ্ছেদ স্পষ্ট হয়ে গেল।