হক জাফর ইমাম, মালদাঃ মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় বাবা সহ দুই ছেলের ও মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেল মাদক বিক্রেতা সহ তার দলবলের বিরুদ্ধে।আহত ৪ জন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। মাদক বিক্রেতা সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে মালদা হবিবপুর থানায়। ঘটনাটি ঘটেছে, শনিবার রাতে হবিবপুর থানার ছাতিয়ানগাছি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম আকাশ পাল(১৯) সে একাদশ শ্রেণীতে পড়াশোনা করে। নিশিত পাল(২১) সে দ্বাদশ শ্রেনীতে পড়াশোনা করে। তাদের বাবা নিখিল পাল(৫২) ও মা যশোদা পাল(৪৮)। প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত প্রতিবেশী রানা হালদার এলাকায় মাদক দ্রব্য বিক্রি করেন।এর ফলে নেশায় আসক্ত হয়ে পড়ছেন এলাকার মানুষ ও যুবকরা। সেই কারণে ঘটনার প্রতিবাদ করেন আকাশ পাল। এরপর বচসার জেরে দলবল নিয়ে আকাশের বাড়িতে হামলা চালায় রানা হালদার। ছেলেকে মারতে দেখে বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যরা বাঁচাতে যায় আকাশকে। অভিযোগ ধারালো অস্ত্র দিয়ে বাকি সদস্যদেরকেউ ধারলো অস্ত্র দিয়ে কোপায় রানা সহ অন্যান্য অভিযুক্তরা। এরপর কোনোক্রমে আহতদের উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী আর এন রায় হাসপাতালে ভর্তি করে পরিজনরা। সেখান থেকে রাতেই তাদের স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। বর্তমানে সেখানে চলছে তাদের চিকিৎসা। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা হবিবপুর থানার পুলিশ।