বিদেশ

মানবতার সবচেয়ে বড় বিপদ সন্ত্রাসবাদঃ মোদি

ফের একবার সন্ত্রাসবাদ ইস্যুতে সরব ভারত। শুক্রবার জাপানের ওসাকায় জি ২০ বৈঠকের ফাঁকে ব্রিকস নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেখান তিনি বলেন, সন্ত্রাসবাদ হল মানবতার সবচেয়ে বড় শত্রু। সন্ত্রাসবাদ শুধু মানুষের প্রাণ নিয়েই ক্ষান্ত থাকে না, দেশের আর্থিক উন্নতির পথ রুদ্ধ করে দেয়। সমাজে সম্প্রীতি নষ্ট করে দেয়। জাতিগত হিংসা ও সন্ত্রাসের যে কোনও রকম সহায়তা বন্ধ করতে হবে। একাধিক বার্তায় মোদি স্পষ্ট করে দিয়েছেন যে ভারত সন্ত্রাসবাদের প্রশ্ন এখনও ‘জিরো টলারেন্স’-এ বদ্ধপরিকর। বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে ‘মোদি ২.০’ -এর নয়া মন্ত্রিসভাও যে একই অবস্থানে অনড় তা এদিন স্পষ্ট করে দিয়েছন নরেন্দ্র মোদি।