জেলা

‘মানুষ বোমা ফাটিয়ে অন্যায়টা কি করেছে?’, প্রশ্ন দিলীপ ঘোষের

রবিবার লকডাউনের রাতে ফাটল শব্দবাজি। মারণ ভাইরাসের দাপটে প্রাণহানি, আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে , তখন কেন পালন করা হল অকাল দিপাবলি? সেই প্রশ্নে মুখর দেশের অধিকাংশ মানুষ। অথচ তাতে কিছুই যায় আসে না গেরুয়া শিবিরের নেতাদের। লকডাউনের ভেঙে রাস্তায় নেমে দেদার শব্দবাজি ফাটানোর প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘মানুষ বোমা ফাটিয়ে অন্যায়টা কি করেছে? প্রধানমন্ত্রী যখন‌ই আবেদন করেন দেশের কোটি কোটি মানুষ সাড়া দেয়। যারা বিরোধিতা করেছিলেন তারাই এখন প্রশ্ন করছে কে বোমা‌ ফাটালো? বোমা কারা ফাটালো সেটা পুলিশ দেখুক। এতদিন মানুষ হতাশায় ডুবেছিল। যদি একটু আনন্দ করে তাহলে বিরোধীদের কষ্ট হচ্ছে কেন? মানুষের মনের মধ্যে যে হতাশা ছিল তা কেটে গিয়েছে।’ তিনি আরও বলেন, “লকডাউন যারা ভাঙবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত । সারা দেশে লকডাউন ঠিকমতো পালন হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না । জানি আমাদের মুখ্যমন্ত্রী কী করছেন । পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে কোরোনা ।” পাশাপাশি তিনি দাবি করেন, “রাজ্যের সামগ্রিক পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে লকডাউনের মেয়াদ বাড়াতে হবে ।”