মালদা

মালদা জেলা পুলিশের উদ্যোগে প্রকাশ পুজোর গাইড ম্যাপ

হক জাফর ইমাম, মালদা: বৃহস্পতিবার মালদা জেলা পুলিশের উদ্যোগে প্রকাশ করা হয় পুজোর গাইড ম্যাপ। পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিকের পাশাপাশি উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।পুজোর দিনগুলি শান্তিপূর্ণভাবে কাটাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মালদা শহরের সমস্ত পথেই বিকেল ৩টা থেকে রাত ২টা পর্যন্ত যানবাহন বন্ধ থাকবে। এই বছর মালদা শহরে মোট ৫২টি ড্রপ গেট করা হচ্ছে। থাকছে ৪০টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। এছাড়াও থাকছে পুলিশের আরো ৩০টি স্পেশাল বুথ। এই বুথগুলি থেকে নজরদারি চালানো হবে। ব্যবস্থা করা হয়েছে ৯টি আরটি মোবাইল এবং তিনটি নাকা চেকিং।দর্শনার্থীরা যাতে সুষ্ঠভাবে প্রতিমা দর্শন করতে পারেন, তার জন্য নজরদারি চালাবে সাদা পোশাকের পুলিশ। বাইরে থেকে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য তিনটি পারকিং জোন করা হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে মালদা কলেজ মাঠে। দ্বিতীয় পারকিং জোন করা হচ্ছে সাহাপুর দ্বিতীয় সেতু। তৃতীয় জোন থাকছে রবীন্দ্র ভবন এলাকা।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, দর্শনার্থীদের জন্য পুলিশের স্পেশাল টিম থাকছে। প্রতিটি ক্লাবে সিসিটিভিতে মনিটরিং করার কথা বলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। কোথাও সন্দেহজনক কিছু নজরে এলে সেই নম্বরে ফোন করা যাবে।