কলকাতাঃ রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝেই মুখ্যমন্ত্রীর উপর সন্তুষ্টি প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকার। জানা গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গত ২৫ ডিসেম্বর চিঠি দিয়েছিলেন রাজ্যপাল। এর আগেও অন্য আর একটি বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি। সেই চিঠির জবাব না পেলেও এই চিঠির জবাব কিন্তু তিনি চটজলদিই পেলেন। তাই মুখ্যমন্ত্রীর সেই চিঠি পাওয়ার পরই, সেই উচ্ছ্বাস ট্যুইট করলেন রাজ্যপাল। সম্প্রতি যাদবপুরের ঘটনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন রাজ্যপাল। চিঠির জবাবে মুখ্যমন্ত্রী জানান, এটি শিক্ষা দফতরের বিষয়। রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেন তিনি। তারপরই রাজ্যপালের প্রতিক্রিয়া, গণতন্ত্রে এভাবেই একসঙ্গে চলতে চাই আমরা।