মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি পশ্চিমবঙ্গ আপাতকালীন অ্যাকাউন্টে বিদ্যুৎ দপ্তরের তরফে অর্থদানের সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিদ্যুৎ দপ্তরের সিএসআর অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সবিলিটি তহবিল থেকে ২ কোটি ৮৫ লক্ষ টাকা দেওয়ার হয়েছে। দপ্তরে বৈঠক করে বিদ্যুৎ বণ্টন সংস্থার চেয়ারম্যান এবং দপ্তরের সচিবদের এই মর্মে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। পাশাপাশি, নিজের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ২৫ লক্ষ টাকা, ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা এবং তাঁর পৃষ্ঠপোষকতায় চলা একটি পত্রিকার তহবিল থেকে এক লক্ষ টাকা ত্রাণ তহবিলে দিয়েছেন তিনি। শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায়, রাজ্য সরকারের আর্থিক ক্ষমতা সীমিত। তাই এই বিপর্যয়ের মুহূর্তে আমাদের সকলেরই উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা। সবাই তাঁদের সীমিত ক্ষমতার মধ্যে থেকেই ত্রাণ তহবিলে দান করছেন। আমিও আমার দপ্তরকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি।
প্রতীকী ছবি।