কলকাতা

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকার অনুদান রাজ্যপাল জগদীপ ধনকড়ের

করোনা ভাইরাসের মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন রাজ্যপাল। । এ দিন টুইট করে সেই কথা জানিয়েছেন খোদ রাজ্যপালই। করোনা পরিস্থিতি মোকাবিলায় ততপর কেন্দ্র-রাজ্য। দেশবাসীর সুবিধার্থে কোনও কিছুতেই ত্রুটি রাখছে না প্রশাসন। এই পরিস্থিতিতে রাজনীতির উর্ধ্বে গিয়ে কেন্দ্র-রাজ্যকে লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন তিনি। রাজ্যপাল টুইটে প্রশংসাও করেছিলেন মুখ্যমন্ত্রীর। 

https://twitter.com/jdhankhar1/status/1246030721522610177