কলকাতা

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা

জনসমক্ষে এবং সংবাদমাধ্যমের সামনেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে রাজি। রবিবার বিকেল চারটে নাগাদ জিবি বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। একইসঙ্গে তাঁরা এও স্পষ্ট করে দিয়েছেন, বৈঠকের স্থান এবং কাল মুখ্যমন্ত্রীই ঠিক করুন। তিনি যেখানে, যখন বা যেদিন বলবেন সেখানেই তাঁরা বৈঠকে বসতে রাজি। কিন্তু স্বচ্ছতা রক্ষার জন্যই সেটা হতে হবে সবার সামনে। বৈঠকে তাঁদের তরফে পর্যাপ্ত সংখ্যক প্রতিনিধিকে রাখতে হবে। চিকিৎসকদের নিরাপত্তা, নিগ্রহকারীদের গ্রেপ্তার, পরিকাঠামোগত উন্নয়ন সহ তাঁদের দাবিগুলিকে মানতে হবে রাজ্য সরকারকে। যত দ্রুত মুখ্যমন্ত্রী তাঁদের দাবি মেনে বৈঠকের সিদ্ধান্ত নেবেন তত তাড়াতাড়ি তাঁরা কাজে ফিরবেন।