দেশ

মুম্ব‌ইতে করোনা আক্রান্ত প্রৌঢ়ের মৃত্যু, দেশে মৃতের সংখ্যা বেড়ে ১০

দেশে করোনা ভাইরাসের বলি আর‌ও এক। মুম্ব‌ইয়ের হাসপাতালে প্রাণ হারালেন ৬৫ বছরর প্রৌঢ়। তিনি সংযুক্ত আরব আমিরশাহীর নাগরিক। কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০, আক্রান্ত ৪৭৬৷ বিগত ২৪ ঘণ্টাতেই কোরোনায় আক্রান্ত হয়েছেন ৮০ জন ৷