দেশ

মুম্বইয়ের বহুতলে অগ্নিকান্ড

মুম্বই: মুম্বইয়ের নেপান সি রোডের আটলাস বিল্ডিংয়ের একটি বহুতল ফ্ল্যাটে আগুন লাগে। ঘটনাস্থনে পৌছায় দমকল। দমকলের প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বহুতল থেকে দু-জন মহিলাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। চলছে কুলিং অপারেশন।