দেশ

মুম্বইয়ে ট্রেনে আটকে পড়া ৭০০জন যাত্রীদের উদ্ধারে সেনা কপ্টার

মুম্বইঃ মুম্বইয়ে একটানা প্রবল বর্ষণে ইতিমধ্যেই বহু এলাকাকে জলের তলায় নিয়ে চলে গেছে। ক্রমশ জলস্তর বাড়ছে। কারণ বৃষ্টি হয়েই চলেছে। প্রায় থমকে যাওয়া মুম্বই থেকে কোলাপুর যাতায়াত করে মহালক্ষ্মী এক্সপ্রেস। প্রবল বৃষ্টির মধ্যেই চলছিল ট্রেনটি। কিন্তু শুক্রবার রাতে ট্রেনটি ভানগানি স্টেশনের কাছে এক জায়গায় আটকে যায়। চারপাশে তখন জল আর জল। ট্রেনের সামনে ও পিছনে হুহু করে বাড়ছে জলস্তর। প্রায় ৬ ফুট

জলের তলায় এলাকা। ট্রেনের লাইনেও জল উঠে এসেছে। এই অবস্থায় ট্রেন এগোনো সম্ভব হয়নি চালকের। থমকে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। যেখানে দাঁড়ায় সেখানেও চারপাশেজল। কোথাও কেউ নেই। ট্রেনের দেড় হাজার যাত্রী আতান্তরের মধ্যে পড়েন। ক্রমশ তাঁদের সঙ্গে থাকা পানীয় জল শেষ হয়। খাবার শেষ হয়। সারা রাত কেটে যায় এভাবেই। তারমধ্যেই তাঁরা বারবার সোশ্যাল মিডিয়ায় তাঁদের দুর্বিষহ অবস্থার কথা

জানিয়ে ভিডিও, ছবি পোস্ট করতে থাকেন। সাহায্যের আর্জি জানাতে থাকেন। মহালক্ষ্মী এক্সপ্রেসের যাত্রীদের উদ্ধার করা সড়কপথে সম্ভব ছিল না। কারণ চারধার জলের তলায়। এদিকে গোটা ট্রেনের যাত্রীদের আতঙ্ক বাড়ছিল। এই অবস্থায় ভারতীয় বায়ুসেনার ২টি হেলিকপ্টার উড়ে যায় সেখানে। সেইসঙ্গে মুম্বই, থানে ও পুনে থেকে বোট নিয়ে ছুটে যান এনডিআরএফ কর্মীরা। জলপথে ও আকাশপথে সাহায্যে আটকে পড়া ৭০০জন রেলযাত্রীদের উদ্ধার করা হয়।