জেলা

মুর্শিদাবাদের নবগ্রামে বাঁশের সাঁকো ভেঙে নদীতে পড়ল গাড়ি, গুরুতর জখম ৬

বাঁশের সাঁকো ভেঙে বড় বিপত্তি ! হুড়মুড়িয়ে বাঁশের সাঁকো ভেঙে সোজা নদীতে পড়ল গাড়ি ৷ অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা । গুরুতর জখম হয়েছেন ওই গাড়ির চালক-সহ মোট ছ’জন । ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের নবগ্রামের জাফরপুর ঘাটে ৷ ঝুঁকি নিয়ে অবৈধ পারাপারের অভিযোগ উঠল এলাকারই কয়েকজন আসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে সেতুর উপর দিয়ে একটি ছোট চার চাকা গাড়ি পারাপারের সময় সেতুটি আচমকাই ভেঙে পড়ে । ফলে গাড়িটি নিচে নয়নজলি নদীতে পড়ে যায় । গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন আহত হন । দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তৎপর হয়ে আহতদের উদ্ধার করেন । জখমদের দ্রুত পাঁচগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁদের চিকিৎসা চলছে । আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে । বাঁশের সেতুটির পরিবর্তে ওই স্থানে স্থায়ী এবং নিরাপদ সেতু নির্মাণের দাবি উঠেছে । নবগ্রাম থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে । পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে । স্থানীয়দের অভিযোগ, এই বাঁশের সেতু দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল । সেতুটি মূলত মানুষের পায়ে হেঁটে পারাপারের জন্য তৈরি হলেও, টাকার বিনিময়ে সেখান দিয়ে টোটো এবং ছোট চার চাকার গাড়ি পারাপার করা হতো । এলাকাবাসীর আরও অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি এই বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন ।