আজ মুর্শিদাবাদের লালগোলায় রেশন দোকানের সামনে গ্রাহকদের বিক্ষোভ। অভিযোগ, ডিলার এবং তাঁর লোকজনেরা গ্রাহকদের মারধর করেছেন। ঘটনায় আহত হয়েছেন চারজন ব্যক্তি। অন্যদিকে, সালার থানার পুনাশি গ্রামেও রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগ, এর আগেও কম রেশন দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ডিলারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু এদিন ফের সামগ্রী কম দিচ্ছিলেন তিনি। সেই ঘটনাকে কেন্দ্র করে উপভোক্তাদের সঙ্গে ডিলারের বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয় । পরে দোকানের বাইরে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, রেশন ডিলারের লোকেরাই ওই আগুন ধরিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সালার থানার পুলিস। ইতিমধ্যেই রেশন ডিলারকে আটক করা হয়েছে।


