দেশ

মৃত সদ্যজাতর জন্য কবর খুঁড়ে মিলল জীবন্ত শিশু

লখনউ: স্ত্রী জন্ম দিয়েছিল অপরিণত মৃত সন্তান। সেই শিশুর এহ কবর দিতে গিয়ে মাটি খুঁড়তেই উদ্ধার সদ্যজাত শিশু। এবং সে জীবিত।এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি এলাকায়। নিজের মৃত সন্তানের সৎকার করতে গিয়ে এক সদ্যজাত শিশুকে উদ্ধার করেছেন ব্যবসায়ী হিতেশ কুমার সিরোহি।যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিজের মৃত সন্তানকে কবর দেওয়ার জন্য মাটি খুঁড়েছিলেন তিনি হিতেশ। ফুট তিনেক খোঁড়ার পরে তিনি তের পান যে কিছু একটা নিচে রয়েছে। শক্ত কোনও জিনিষ। কিন্তু তা নড়ছে।আগ্রহের বশে সেদিকে নজর দেন হিতেশ। দেখা যায় একটি ছোট মাটির হাঁড়ি। সেটা হাতে নিতেই একেবারে চোখ ছানাবড়া অবস্থা হয়ে যায় হিতেশের। কারণ ওই মাটির হাঁড়িতে রয়েছে এক সদ্যজাত শিশু। তখনও সে জীবিত। খুব জোড়ে জোড়ে নিশ্বাস নিচ্ছে।কথায় আছে যে রাখে হরি মারে কে। সেই প্রবাদ যেন সত্যি করে দেখিয়ে দিলেন ব্যবসায়ী হিতেশ। যেন সাক্ষাত ঈশ্বরের দূত হিসেবে হাজির হলেন ওই ফেলে যাওয়া সদ্যজাত শিশুটির কাছে। নিজের সন্তানের সৎকার করতে গিয়ে এমন ঘটনা ঘটবে তা কল্পনার অতীত ছিল হিতেশ কুমারের। কিন্তু পরিস্থিতির মাঝে পরে কালবিলম্ব না করেই থানায় নিয়ে যান তিনি। যাবতীয় সেবার ব্যবস্থা করেন।উদ্ধার হওয়া শিশুটি আগের বেশ ভাল আছে বলে জানিয়েছেন বরেলির পুলিশ সুপার অভিনন্দন সিংহ। তাঁর মতে, “শিশুটির চিকিত্সা চলছে। আগের থেকে অনেকটা শারীরিক উন্নতি হয়েছে তার।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “শিশুটির বাবা-মায়ের খোঁজ চলছে। জীবন্ত শিশুকে কবর দেওয়ার অপরাধে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”