কলকাতা

মেট্রোকান্ডে কর্তৃপক্ষের বিরুদ্ধে জোড়া এফআইআর কলকাতা পুলিস ও মৃতের পরিবারের

কলকাতাঃ মেট্রো দুর্ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মৃতের পরিবার। শেক্সপিয়ার সরণি থানায় মৃত প্রৌঢ় সজল কাঞ্জিলালের পরিবার এফআইআর দায়ের করেছে। প্রথমে পুলিস অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছিল। পরে সজলের পরিবার একই অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩০৪(‌এ)‌ ধারা এবং গাফিলতিতে মৃত্যুর ৩৪ নম্বর ধারায় এফআইআর দায়ের করে। শেক্সপিয়ার থানার পুলিস জানিয়েছে তদন্তের জন্য মেট্রো রেলের বেশ কয়েকজন আধিকারিককে জেরা করা হবে। মেট্রোর জিএম ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই ট্রেনের গার্ড এবং মোটরম্যানকে সাসপেন্ড করা হয়েছে। যে রেকে শনিবার রাতে দুর্ঘটনা ঘটেছে সেই মেঘা রেক এখন রাখা আছে নোয়াপাড়ার কারশেডে। রবিবার বিকেলে সেই রেকটি পরীক্ষা করতে চেন্নাই থেকে আসছেন ইঞ্জিনিয়াররা।