জ্যোতির্ময় দত্ত কলকাতা: মেট্রোরেলের কাজের কারণে একাধিক বাড়িতে ফাটল ধরেছে বউ বাজারের বিভিন্ন এলাকায়। আজ বিকেলে তিনি নিজে উপস্থিত হন সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, আমরা সবাই মিলে এক সঙ্গে এখানে পরিদর্শন করলাম। বড় বিপর্যয় ঘটতে পারতো। সঙ্গে সঙ্গেই উদ্ধার করা হয়েছে। এটা খুবই ভালো খবর বলে তিনি সন্তোষ প্রকাশ করেন, সঙ্গে তিনি এও বলেন, আগামীকাল আমরা বেলা তিনটের সময় মিটিং করবো। যেখানে এই সব বিষয়ে
আলোচনা হবে। এ বৈঠকের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র ফিরহাদ হাকিম, স্থানীয় সাংসদ, বিধায়করা সহ কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এর কর্তাব্যাক্তিরা ছাড়াও, কলকাতা পুলিশ কমিশনার, পরিবহনসচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব প্রয়োজনীয় সামগ্রী ফেলে আসতে হয়েছে সবাইকে। এখানে একটা ক্যাম্প করা হয়েছে এখানে সবাই তাদের কথা জানতে পারবেন। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, এটাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দেখা উচিত হবে না।