জেলা

মেদিনীপুর হাসপাতালে ডাক্তারদের কর্মবিরতিতে পথ অবরোধ রোগীর আত্মীয়দের

পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে,সেই সাথে সাথে সারা রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে,
মেদিনীপুরে শনিবার থেকে কোন ডাক্তার এখানে প্রেসেন্ট দেখছেন না, প্রতিনিয়ত রোগীর মৃত্যু হচ্ছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।বুধবার পেসেন্ট পার্টিরা রাস্তায় নেমে আন্দোলনে নেমে পড়েছে। রোগীর মৃত্যুর পরিবার এবং যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । শনিবার থেকে কোন ডাক্তার রোগী দেখছে না রোগীর প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে, অসহায় অবস্থায় আমরা এই মেডিকেল কলেজ হসপিটালে পড়ে আছি।রোগীর পরিবারের লোকজনেরা বলেন পশ্চিমবঙ্গের চিকিৎসার ব্যবস্থা ভেঙে পড়েছে এখানে ডাক্তাররা রোগী জীবন নিয়ে ছেলেখেলা করছেন, এবং স্বাস্থ্য মন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না, প্রতিনিয়ত মানুষের মৃত্যু হচ্ছে ।