এবার সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে মুরারই থানার চাতরা গ্রামের কাছে বোলপুর-রাজগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা প্লেকেড হাতে স্লোগান দিতে থাকে, মোদি-অমিত শাহ দেশ ছাড়ো, মানুষকে শান্তিতে বাঁচতে দাও। নো এস আরসি, নো ক্যাব। যার জেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

