বিদেশ

‘মোদি খুব ভাল ইংরেজি বলতে পারেন’, বললেন ডোনাল্ড ট্রাম্প

আজ জি ৭ এর শীর্ষ বৈঠকের ফাঁকে মোদি-ট্রাম্পের বৈঠক হয়। দেখা যায়, তা শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করছেন সাংবাদিকরা। জবাবে নরেন্দ্র মোদি হিন্দিতে বলেন, “আমাদের দু’জনকে কথা বলতে দিন। আমরা আগে আলোচনা করি। তার পর দরকার পড়লে আপনাদের জানাব কী আলোচনা হল”। ইংরেজিতে প্রশ্ন করা হলেও প্রধানমন্ত্রী হিন্দিতে এই জবাব দেন। তখনই পাশে বসে থাকা ট্রাম্প বলেন, “উনি আসলে খুব ভাল ইংরেজি বলতে পারেন। কিন্তু এখন কিছু বলতে চাইছেন না”। ট্রাম্প এ কথা বলতেই, মোদি হাসতে হাসতে বাঁ বাড়িয়ে ট্রাম্পের ডান হাত ধরে নেন। তার পর আবার ডান হাত দিয়ে তার উপর চাপড়াতে থাকেন”। ট্রাম্প আসলে বোঝাতে চান যে, সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে যেতে চাইছেন মোদি, সেই কারণেই হিন্দিতে কথা বলছেন। তবে পর্যবেক্ষকরা অনেকে মনে করছেন, মোদি যে ভাবে ট্রাম্পের হাত ধরে হেসে প্রায় গড়িয়ে পড়েছেন, তার মধ্যেও হয়তো একটা কূটনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা রয়েছে।