মালদা

মোবাইলে স্ত্রীকে ফেসবুক করতে দেখে সন্দেহের জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা

হক জাফর ইমাম, মালদা: মোবাইলে স্ত্রীকে ফেসবুক করাতে দেখে সন্দেহের জেরে নিজের স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মালদা শহরের উত্তর বালুচর এলাকায়। ঘটনার পর আক্রান্ত ওই গৃহবধূকে পরিবারের লোকেরাই মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে। ঘটনায় হামলাকারী স্বামী বাপ্পা রজকের বিরুদ্ধে মালদা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  আহত গৃহবধূর নাম প্রতিমা রজক (৩২)।  অভিযুক্ত স্বামী  বাপ্পা রজক। ওই গৃহবধূর বাড়ি মালদা শহরের উত্তর বালুচর এলাকায়। শশুর বাড়ি দক্ষিণ বালুচর এলাকায়। পাশাপাশি ওই দম্পতির এগার বছর আগেই ভাব করে বিয়ে হয়। সোমবার রাতে স্ত্রীর সঙ্গে মোবাইলে ফেসবুক করা নিয়ে বচসা বাধে স্বামী বাপ্পা রাজকের। এরপর সন্দেহের বশে স্ত্রী প্রতিমাদেবীকে লোহার রড দিয়ে মাথা থেতলে খুনের চেষ্টা করেন অভিযুক্ত স্বামী।আক্রান্ত গৃহবধূ প্রতিমা রজক জানিয়েছেন,  তার স্বামী একটা সময় শ্রমিক সরবরাহ এবং রংয়ের কাজ করতেন । বর্তমানে সে বেকার। বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালান তিনি। সোমবার রাতে মদ খাওয়ার জন্য তার স্বামী ৫০০ টাকা চেয়েছিল । সেই টাকা দিতে অস্বীকার করি। এরপরই শুরু হয় ফেসবুক করা নিয়ে স্বামীর সন্দেহ। প্রকাশ্যেই পরকীয়া সন্দেহ করেই শ্বশুর বাড়িতেই  বাপ্পা  লোহার রড দিয়ে পিটিয়ে খুনের চেষ্টা চালায়। ‌  ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরি। এরপরই আশেপাশের লোকজন এবং পরিবারের সদস্যরা ছুটে আসেন।  পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় বাপ্পা রজক। পরে ওই গৃহবধূকে মালদা মেডিক্যাল কলেজ এন্ড চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি তদন্তশুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ। তবে অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক।