ঝাড়খণ্ডঃ ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে গণনার ফলাফলের প্রবণতায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল কংগ্রেস-জেএমএম জোট।চূড়ান্ত ফলাফল আসতে এখনও অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। এখনও পর্যন্ত গণনার যে প্রবণতা তাতে ম্যাজিক ফিগার পার করে ৪২ আসনে এগিয়ে গেল কংগ্রেস-জেএমএম জোট। বিজেপি এগিয়ে রয়েছে ২৮ আসনে। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন ৪ ও ঝাড়খণ্ড বিকাশ মোর্চা এগিয়ে করেছে ৩ আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ৪ আসনে। ফলে এজেএসইউ ও জেভিএম এর সঙ্গে বিজেপির সরকার গঠনের সম্ভাবনাও ক্রমশ ক্ষীন হয়ে আসছে।

