কলকাতাঃ আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখেই প্রবল বিক্ষোভের মুখে রাজ্যপাল জগদীপ ধনখড়। বিশ্ববিদ্য়ালয়ের অববিন্দ ভবনে ঢোকার মুখেই তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান এবং কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ দেখায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা। বিক্ষোভের জেরে রাজ্যপালের কনভয় আটকে পড়ে।তাঁর গাড়ির উপরেই পোস্টার দিতে শুরু করেন পড়ুয়ারা। রাজ্যপাল জগদীপ ধনকড়কে কালো পতাকা দেখিয়ে গো-ব্যাক স্লোগান তুলল। বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদও এক জোট হয়ে রাজ্যপালের গাড়ি আটকালো ৷ রাজ্যপাল এলে পড়ুয়ারা যে বিক্ষোভ দেখাবেন, আগে থেকেই সে হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা। তার প্রেক্ষিতে যাদবপুরের সমাবর্তন ছাঁটকাট করে ফেলা হয়েছিল।
কিন্তু এর পরেও আজ, সোমবার তিনি বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে যাবেন বলে জানিয়েছেন আচার্য তথা রাজ্যপাল। তিনি যে বৈঠকে অংশগ্রহণ করতে যাবেন, এখনও পর্যন্ত রাজভবন সূত্রেও তা জানা যাচ্ছে। রাজ্যপালকে ঘিরে বিশৃঙ্খলার পরিস্থিতি দেখা দিতে পারে, এই আশঙ্কায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর পুলিশের নজরও রয়েছে। যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, রাজ্যপালের কোর্টের বৈঠকে আসার বিষয়ে লিখিত ভাবে তাঁদের রাজভবন থেকে কিছু জানানো হয়নি। তবে রাজ্যপাল বলেন, ”উনি কোর্টের চেয়ারম্যান। আসতেই পারেন এবং কোটের বৈঠকে পৌরোহিত্য করতে পারেন।”