সিএএ, এনআরসি এবং জেএনইউ হামলা নিয়ে উত্তাল দেশ জুড়ে। নরেন্দ্র মোদি- অমিত শাহের বিরুদ্ধে সোচ্চার বিরোধী রাজনীতিক থেকে ছাত্র যুব সমাজ। সেই এর মধ্যেই মধ্যপ্রদেশের জব্বলপুরে নাগরিকত্ব আইন প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, যারা দেশবিরোধী স্লোগান প্রশয় দিচ্ছে তাঁদেরকে যেতে হতে পারে জেলে। জেএনইউয়ের ঘটনা প্রসঙ্গে শাহের বিস্ফোরক উক্তি, “জেএনইউয়ের অনেক পড়ুয়ারা দেশবিরোধী স্লোগান তুলে বলেছিল, তোমার ভারত হাজারটা টুকরো হোক। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এদের কি জেলে যাওয়া উচিত নয়? যারাই দেশবিরোধী স্লোগান তুলবে, তাঁদেরকে জেলে পাঠানো হবে।” সম্প্রতি জেএনইউতে যে হামলা হয়েছে সেই হামলায় ৩৬ জন শিক্ষক-সহ বহু পড়ুয়া ও কর্মীরা আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত এসএফআই দল, এমন তথ্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পেশও করে দিল্লি পুলিশ। এদিন সেই প্রসঙ্গ টেনেই মধ্যপ্রদেশের মঞ্চ থেকে এমন মন্তব্য করলেন পদ্ম শিবিরের চাণক্যে। পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সংশোধিত নাগরিকত্ব আইনের জন্য বিশেষ বিধান খুঁজতে চ্যালেঞ্জও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।