জেলা

রবিবার বিকেলের মধ্যেই স্বাভাবিক হবে পরিস্থিতি

রাতভোর তাণ্ডব চালানোর পর শক্তি হারিয়ে আপাতত বাংলাদেশের দিকে ঘুরে গিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল। বিপদ কেটে গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার সকাল থেকেই ক্রমশ পরিষ্কার হচ্ছে আকাশ। হাওয়া অফিস সূত্রে খবর, সকালের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে। বিকেলের মধ্যেই সম্পূর্ণ কেটে যাবে দুর্যোগ।