জেলা

রবিবার বেলুড়ে সাধারণ উৎসবে বিশেষ লঞ্চ পরিষেবা মিলবে রাত ৮টা পর্যন্ত

আগামী রবিবার, বেলুড় মঠে সাধারণ উৎসবের দিন সেখানকার ফেরিঘাট থেকে লঞ্চ পরিষেবা মিলবে রাত আটটা পর্যন্ত। অন্যান্যদিন তা সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে সাতটার মধ্যে শেষ হয়ে যায়। এর জন্য সংশ্লিষ্ট জলপথ পরিবহণ সংস্থাকে ইতিমধ্যে বলে পাঠিয়েছে পুলিস। বেলুড় মঠে রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব পালন শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। ১ মার্চ, রবিবার ভক্তদের সাধারণ উৎসবের মাধ্যমে এই পর্যায়ের সমাপ্তি হবে। ওই দিন অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষের ভিড় জমে বেলুড় মঠে। পুলিসের ধারণা, সেদিন ৬০ থেকে ৭০ হাজার ভক্তের সমাগম হবে বেলুড় মঠে। বৃহস্পতিবার হাওড়া পুলিস কমিশনারেটের ডিসি (সদর) প্রিয়ব্রত রায় বলেন, যানবাহন নিয়ন্ত্রণ, নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে মঠ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনাও হয়েছে এদিন। তিনি আরও জানান, এবার মঠের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, কোনও আতসবাজি পোড়ানো হবে না। ক্রমবর্ধমান বায়ু দূষণের কারণে তা বাতিল করা হয়েছে। এমন উদ্যোগে বায়ুদূষণ নিয়ে মানুষ আরও সচেতন হবেন বলে আশাবাদী মঠ কর্তৃপক্ষ।