জেলা

রসগোল্লার পর জিআই তকমা পেল দার্জিলিং-এর চা

বাংলার রসগোল্লার পর এবার দার্জিলিং-এর চা জিআই তকমা পেল। জিআই তকমা পেল দার্জিলিঙের সবুজ চা ও সাদা চা। দার্জিলিং টি অ্যাসোসিয়েশন শনিবার জানানো হয়েছে, গত অক্টোবর থেকে দার্জিলিংয়ের ওই দুই চা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস (রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন) অ্যাক্ট ১৯৯৯-এ অধীনে নথিবদ্ধ হয়েছিল। ২০১৭ সালের ডিসেম্বর মাসে টি বোর্ডের তরফে একটি আবেদন জমা দেওয়া হয়েছিল। এখানকার চায়ের বিশেষত্বের অন্যতম কারণটি হল এর সুগন্ধ। দার্জিলিঙে রয়েছে চা উত্‍পাদনের জন্য অনুকূল পরিবেশ । তাছাড়া, চা উত্‍পাদন এর উপর বিশেষ পরিচর্যা এখানকার চা এর সুস্বাদু হবার অন্যতম কারণ । জিআই তকমার পর আশা করা যায় এটি ব্র্যান্ডিং পাবে এবং বিশ্বের দরবারে চাহিদা বাড়বে।