বিশ্বব্যাপী যে কোনও ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের পথে হাঁটতে চলেছে টুইটার। ভুয়ো ও মিথ্যে খবর রোধে রাজনৈতিক দলের প্রচারমূলক যে কোনও বিজ্ঞাপন বন্ধের করতে চাইছে বিশ্ব বিখ্যাত এই সোশ্যাল মিডিয়া সংস্থাটি। টুইটারের প্রধান কার্যনির্বাহী অধিকর্তা জ্যাক ডোরসি একটি টুইটার বার্তায় এমনটাই জানিয়েছেন। বিভ্রান্তিকর তথ্য এবং জাল খবর পরিবেশন রোধে ইতিমধ্যেই টুইটার কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকেই কঠোর পদক্ষেপ গ্রহণের কথা চিন্তাভাবনা করছিল বলে ওই টুইট বার্তায় তিনি জানান। বর্তমানে এই বিষয়ে খসড়া নীতিমালা প্রকাশিত হলেও আগামী মাসে বিশদ বিবরণ সহ চূড়ান্ত নির্দেশিকা জারি করতে চলেছে টুইটার।