জেলা

রাজস্থানের কোটা থেকে পশ্চিম মেদিনীপুরে ফিরল পড়ুয়ারা

প্রিয়াঙ্কা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ রাজস্থানের কোটা থেকে পশ্চিম মেদিনীপুরে ফিরল পড়ুয়ারা। জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা গিরীশ চন্দ্র বেরা জানিয়েছেন শুক্রবার রাত আটটা নাগাদ পড়ুয়াদের নিয়ে জেলায় ফেরে বাসটি। জেলার বিভিন্ন ব্লকের মোট ১২১ জন পড়ুয়া কোটাতে পড়াশোনা করছিলেন। জেলা স্বাস্থ্য দফতর থেকে খড়্গপুরের চৌরঙ্গীতে গড়ে ওঠা বিদ্যাসাগর ইণ্ডাস্ট্রিয়াল পার্কের কোয়ারান্টিণ সেণ্টারে পড়ুয়াদের পরীক্ষা করেন স্বাস্থ্য দফতরের কর্মীরা। সংগ্রহ করা হয় লালারসের নমুনাও। আপাততঃ আগামী ১৪ দিন সব পড়ুয়াকে হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।