রাজস্থানের বুন্দি জেলার কেশোরায়পাটনের বরযাত্রীর বাস নদীতে উলটে মৃত্যু হল ২৪ জনের । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে । বাসের মধ্যে প্রায় ৬০ জন ছিলেন। কেশোরায়পাটন এলাকায় বাসটি তখন কোটা দোসা মেগা হাইওয়েতে মেজা নদীর ওপর দিয়ে যাচ্ছিল। চলছে উদ্ধারকাজ।