কলকাতা: কোথায় রয়েছে রাজীব কুমার? শহরেই কি আত্মগোপন করে রয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার? এমন একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজতেই এবার কোমর বেঁধে ময়দানে নামছে সিবিআই৷ সূত্রের খবর, রাজীব কুমারের হদিশ পেতে বুধবারই দিল্লি থেকে কলকাতায় এসেছে সিবিআইয়ের ১৪ সদস্যের একটি টিম৷সিবিআই সূত্রে খবর, দিল্লি ও উত্তরপ্রদেশের বাঘা অফিসারদের নিয়ে ওই টিম তৈরি করা হয়েছে৷ যাতে রয়েছে এসপি ব়্যাঙ্কের দু’জন অফিসার, অ্যাডিশনাল এসপি ব়্যাঙ্কের তিনজন অফিসার এবং বাকিরা ডিএসপি ব়্যাঙ্কের৷ জানা গিয়েছে, বুধবার দুপুরে কলকাতায় পৌঁছছেন তাঁরা৷ এরপর সোজা চলে আসেন সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দপ্তরে৷ এখানকার তদন্তকারীদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা৷ এবং তারপরই নিজেদের কাজ শুরু করবেন৷ রাজীব কুমারের খোঁজ পেতে ইতিমধ্যে নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে চিঠি দিয়ে এসেছিলেন সিবিআইয়ের অফিসাররা৷ যার উত্তর দিয়েছে নবান্ন৷ সূত্রের খবর, পালটা চিঠিতে নবান্নের তরফে বলা হয়েছে, ছুটিতে রয়েছেন রাজীব কুমার৷ এবং ছুটির আবেদন পত্রে তিনি জানিয়েছেন, এই সময়ে ৩৪ পার্কস্ট্রিটে তাঁর বাড়িতেই থাকবেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার৷ সিবিআইয়ের আধিকারিকরা জানিয়েছেন, তাঁদেরও বিশ্বাস পার্কস্ট্রিটের বাড়িতেই রয়েছেন রাজীব কুমার৷প্রসঙ্গত, মঙ্গলবারই রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বারাসত আদালত৷ বিচারক জানান, এই মামলায় রায়দান করার কোনও এক্তিয়ার বারাসত আদালতের নেই। উত্তর ২৪ পরগনার জেলা আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা নয়। মামলাটি আলিপুর জেলা আদালতে পাঠান তিনি৷ সূত্রের খবর, বারাসত আদালতের রায়ের পরই তৎপর হয়েছেন রাজীবের আইনজীবীরা৷ সম্ভবত বুধবার আলিপুর আদালতের দ্বারস্থ হবেন তাঁরা৷