কলকাতা

রাজ্যপালের সুরক্ষায় এবার কেন্দ্রীয় বাহিনী

কলকাতাঃ রাজ্য প্রশাসনের ওপর আস্থা নেই বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরের। কার্নিভালের দিন তাঁর বসার জায়গা নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার এবং তাঁর সংঘাত তুঙ্গে। এরই মধ্যে আরও এক বিষয় অস্বস্তি বাড়িয়ে দিল রাজ্যের। এবার থেকে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকছে না রাজ্য পুলিশ। বরং এই দায়িত্ব পেতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, এখন থেকে রাজ্যপালের দায়িত্বে চার থেকে পাঁচজন আধাসেনা থাকবে। এই উদ্যোগ নিয়েছিল বাংলার বিজেপি নেতৃত্ব। বর্তমানে রাজ্যপাল জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রাজ্যপালের জন্য জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দাবি করে বাংলার বিজেপি নেতারা। শুধু তাই নয়, রাজ্য পুলিশের থেকে দায়িত্ব কেড়ে নিয়ে তা কেন্দ্রীয় বাহিনীকে দেওয়ার আবেদনও করা হয়। সেই আবেদনে সাড়া দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার থেকে তাই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী।